ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং মা ও শিশুর পুষ্টির জন্য সরকারের সহায়তা অব্যাহত থাকবে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক উপজেলার গরীব দুঃস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তিদের এককালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শামসুর রহমান শরীফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মায়েদের জন্য ছয়মাসে এককালীন দুই হাজার একশত টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও অনাগত শিশুর সুস্থতা নিশ্চিতসহ প্রতিটি শিশুকে ডিজিটাল বাংলাদেশের গর্বিত নাগরিক হওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। অথচ এর আগে কোন সরকার মায়েদের নিয়ে ভাবেননি।মন্ত্রী বলেন, পেশাজীবীদের মাতৃত্বকালীন ছুটিকে ছয় মাস বাড়িয়ে মায়েদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা ও মমতার বহিঃপ্রকাশ দেখিয়েছেন।ভূমি মন্ত্রী বলেন, সরকার নারীদের তথ্য প্রযুক্তি শিক্ষা প্রদানের মাধ্যমে কৃষি, শিল্প ও সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে।মন্ত্রী আটঘরিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ১১০ জন দরিদ্র মা’র জন্য ২ লাখ ৩১ হাজার টাকা এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২৯ জন গরীব ও দুঃস্থ ব্যক্তির মাঝে নগদ ৭৮ হাজার টাকা এবং ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত দুস্থ, অসহায় ও দরিদ্রসীমার নীচে বসবাসকারী ৬ জন ব্যক্তিকে ৩০ হাজার টাকা বিতরণ করেন।এর আগে মন্ত্রী জেলার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৫৪ জন মায়ের মধ্যে ৩ লাখ ২৩ হাজার ৪শ’ টাকা মাতৃত্বকালিন ভাতা প্রদান করেন।
নং | নাম | স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড | ইউনিয়ন | |
০১ | সেলিনা খাতুন | আব্দুল জব্বার | বিনেরপোতা | ০১ | লাবসা | |
০২ | নন্দিনি বৈদ্য | কালীপদ বৈদ্য | খেজুরডাংগা | ০২ | লাবসা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস